Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

দোহার, ঢাকা

http://dwa.dohar.dhaka.gov.bd

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

১.০ ভিশন ও মিশন :

  • রূপকল্প (Vision): জেন্ডার সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুরক্ষা।

অভিলক্ষ্য (Mission) : নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নসহ উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণ।

 

২.০ প্রতিশ্রুত সেবাসমূহ

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর টেকসই উন্নয়ন কৌশলপত্র ও দারিদ্র উন্নয়ন কৌশল পত্রের আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী গহণ এবং বাস্তবায়ন করছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দোহার, ঢাকা হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচিসমূহের বিবরণ:

ক. নাগরিক সেবা


  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দোহার, ঢাকা
  • আবেদন ফরম বিনামূল্যে বিতরণ কর হয়।
    • মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মহিলা সমিতির উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণে সহায়তা প্রদান।
      • আবেদন ফরম (স্ব-হস্তে লিখিত)
        • আবেদনের জন্য নির্ধারিত ফরম
          • ব্যানার, ফেষ্টুন এবং লিফলেট
  • প্রতি বছর তৃণমূল পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের উপজেলা পর্যায়ে সম্মাননা প্রদান।
  • প্রতিটি ইউনিয়নে ০১টি করে ক্লাব স্থাপন
    • উপজেলা মনোনয়ন কমিটির মাধ্যমে আবেদনপত্র যাচাই-বাছাই করে সুপারিশসহ জেলা কমিটিতে প্রেরণ
  • আবেদনের জন্য নির্ধারিত ফরম
  • ১ কপি ছবি
  • নাগরিকত্বের সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দোহার, ঢাকা


বিনামূ্ল্যে

-

সাবরিনা লাকী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

টেলিফোন নম্বর-০২৭৭৬৮১০৩,

ই-মেইল : uwao.dohar@gmail.com



খ. প্রাতিষ্ঠানিক সেবা :

 

  • মানববন্ধন, র‌্যালী, আলোচনা সভা, দিবসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগীতার আয়োজনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি
  • বিনামূ্ল্যে
  • যথাযথ চাহিদা পাওয়ার পর কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক চাহিত তথ্য প্রদান করা
  • বিনামূল্যে

০৩ সপ্তাহ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কক্ষ নং-০১, উপজেলা কোড-১৮, টেলিফোন নম্বর-০২৭৭৬৮১০৩,

ই-মেইল : uwao.dohar@gmail.com